HAL Job Opportunities 2023: ভাৱতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রেৱ তৱফ থেকে Fitter, Electrician ছাড়াও আৱো বেশ কয়েক ধৱনেৱ পদে কর্মী নিয়োগেৱ বিজ্ঞপ্তি প্ৰকাশ হয়েছে। যেখানে শূন্যপদেৱ সংখ্যা ৱয়েছে খুব কম এবং বেতনেৱ পৱিমান ৱয়েছে মাসে ১ লাখে উপৱ।
ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Official Notification : Click here
Employment No. – HAL/HD/TRG/2023/NAPS/01
1. পদের নাম (Name of the Post) – Electronics Mechanics
- শূন্যপদ (Number of Vacancy) – ৭৬ টি।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) – ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আইটিআই পাশ।
2. পদের নাম (Name of the Post) – Computer Operator & Programming Assistant
- শূন্যপদ (Number of Vacancy) – ৪০ টি।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) – COPA/ PASSA ট্রেডে আইটিআই পাশ।
3. পদের নাম (Name of the Post) – Fitter
- শূন্যপদ (Number of Vacancy) – ২৫ টি।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) – ফিটার ট্রেডে আইটিআই পাশ।
মাসিক ভাতা (Monthly Allowance) – শিক্ষানবিশ আইন ১৯৬১ এর নিয়ম অনুসারে মাসিক বৃত্তি প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি (Application Procedure) – প্রার্থীদের কোনোরকম পরীক্ষা দিতে হবে না। শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউর ঠিকানা (Place of Interview) – Auditorium, Behind Department of Training & Development, HINDUSTAN AERONAUTICS LIMITED, Avionics Division, Balanagar, Hyderabad.
0 Comments