Yes Bank Jobs 2023: Yes Bank -এ কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে !

(Yes Bank) 2023 Requirements: ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) এর তরফে চাকরির নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি হয়েছে। অল ইন্ডিয়া বেসিসে এই নিয়োগ করা হবে। তা আমাদের রাজ্যের যেকোনো জেলা থেকেই ছেলে-মেয়ে সকল প্রার্থীরাই তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।



Official Notification : Click here 

পদ (Name of the Post) : 

  1. সিনিয়র ম্যানেজার (Senior Manager)
  2. সেলস অফিসার (Sales Officer)

শূন্যপদ (Number of Vacancy) : পদ অনুসারে অনেকগুলি শূন্যপদ রয়েছে। নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিন আবেদন করবার আগে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : আবেদন করার জন্য নূন্যতম গ্র্যাজুয়েট পাশ হতে হবে প্রার্থীদের।

বেতন (Salary) : ব্যাঙ্কের নিয়ম এবং পে স্কেল অনুসারে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি (Recruitment Procedure) : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি (Application Procedure) : 

ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট yesbank.in এ গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

Official Website : Click here


অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।

আপলোড করতে হবে নিজের সমস্ত প্রয়োজনীয় নথি এবং ছবি।

সব শেষে সাবমিট করে ফেলতে হবে ফর্মটি।


Apply Online : Click here 


আবেদনের সময়সীমা(Application Deadline) : 10 মে 2023 তারিখ।

Post a Comment

0 Comments

RRB TC Recruitment 2023: Apply Online, Up to 69100 in Monthly Salary, Post Check, Age, Date, Eligibility, and Application Instructions!