Recruitment for Sub Inspectors in 2023: CRPF এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।
ন্যুনতম মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশে দুর্দান্ত চাকরির সুবর্ণ সুযোগ ,এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
Official Notification : Click here
1. পদের নাম (Name of the Post) – Sub-Inspector
বিভাগ (Department) : একই পদের অধীনে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। যেমন,
Sub-Inspector(RO)
Sub-Inspector (Crypto)
Sub-Inspector (Technical)
Sub-Inspector (Civil) (Male)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): Sub-Inspector (Civil) (Male) পদে আবেদন জানাতে গেলে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকতে হবে।
সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই চলবে।
বয়সসীমা (Age Limit) : ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
বেতন(Salary) : মাসিক বেতন সর্বনিম্ন 35,400/- টাকা। বেতন সর্বোচ্চ 1,12,400/-।
2. পদের নাম(Name of the Post) – Asst. Sub Inspector
বিভাগ (Department) : Assistant Sub Inspector পদের দুটি বিভাগ রয়েছে।
1. Assistant Sub-Inspector (Technical) 2. Assistant Sub-Inspector (Draughtsman)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) : প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 25 বছর।
বেতন (Salary) : বেতন সর্বনিম্ন 29,200/- টাকা। বেতন সর্বোচ্চ 92,300/- টাকা।
আবেদন পদ্ধতি (Application Procedure): অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Manual Of Online Application Form : https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1113536633658349648485.pdf
Official Website : Click here
1st Time Registration : Click here
If Already Registered : Click here
আবেদনের সময়সীমা(Application Deadline): 21 মে, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।

0 Comments